এলাহী শাহরিয়ার নাজিম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
সর্বস্তরের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে কুড়িগ্রামের রৌমারীতে শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং।
ব্যাংকটি রৌমারী উপজেলার শাপলা মোড় হতে থানা মোড় রোডের মাঝামাঝি সরক ডান দিকে মোস্তফা মার্কেটের ২তালা ফ্লোরে।
উন্নতমানের ডেকোরেশন ও বার্তি সুযোগ-সুবিধা নিয়ে আগামী ২ডিসেম্বর যাত্রা শুরু করবে এই ইউসিবি এজেন্ট ব্যাংকটি। ব্যাংকটি পরিচালনা করবেন, মেসার্স বাপ্পি এন্টারপ্রাইজ।
এব্যাপারে ইউসিবি এজেন্ট ব্যাংকিং রৌমারী আউটলেট এর পরিচালক নিয়ামত উল্ল্যাহ বাপ্পি জানায়, আমি এই এলাকার সন্তান তাই আমার মূল লক্ষ্য হচ্ছে রৌমারীর সর্ব পেশার মানুষকে সেবা প্রদান নিশ্চিত করা। আমি পুরো রৌমারী বাসিকে জানান দিতে চাই এখানকার সুযোগ সুবিধা সম্পর্কে।
তিনি আরো বলেন, এখানে বার্তি কিছু সুযোগ-সুবিধা প্রদান করা হবে যেটা অন্য ব্যাংকে পাওয়া যাবেনা। তাই শুভ উদ্বোধন এর সময় সবার উপস্থিতি কামনা করছি আমি।