তৌহিদুল ইসলাম সরকার
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আজ (শনিবার) ২১ নভেম্বর আনন্দঘন পরিবেশে সাপ্তাহিক শুরূক পত্রিকার ৩০তম জন্ম বার্ষিকী কেক কেটে কিশোরগঞ্জ সদর কলাপাড়াস্থ শুরূক কার্যালয়ে পালিত হয়েছে।
সাপ্তাহিক শুরূক সম্পাদক হাকীম মুহা. ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক, কবি ছড়াকার সাদেক আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান(মহিলা) ডা. মাছুমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের সাবেক ঈমাম মাওলানা আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ, সাবেক সভাপতি- কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ শফিকুল গণি ঢালী লিমন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান সহ-সভাপতি, চাকুরিজীবি কল্যাণ সমিতি, কিশোরগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মাস্টার সভাপতি- হাকীম ফজলুর রহমান গণপাঠাগার, মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক, কামরুন-মহিউদ্দিন ওয়ের ফেয়ার ট্রাস্ট বাংলাদেশ, কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলাম, সিএনএন বাংলার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি- হুমায়ুন কবির,আজকের সংবাদের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কাঞ্চন সিকদার ও প্রমুখ ব্যক্তিবর্গ।
এদিকে এক ভিডিও বার্তায় কিশোরগঞ্জের কৃতি সন্তান জাতীয় চলচ্চিত্র পুরুস্কার প্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শুরূক নির্বাহী সম্পাদক মুহা. সাইফুল্লাহ। দ্বিতীয় অধিবেশনে সাহিত্য সংস্কৃতিতে অবদান রাখায় সাপ্তাহিক শুরূক -শুরূক সাহিত্য মজলিশ পুরস্কার ও আজীবন সংবর্ধনা-২০২০ প্রদান করা হয় বিশিষ্ট কবি, কলামিস্ট ও প্রাবন্ধিক ওয়াসীম ফিরোজ-কে, সাপ্তাহিক শুরূক -শুরূক সাহিত্য মজলিশ পুরস্কার ও আজীবন সংবর্ধনা-২০২০ প্রদান করা হয় বিশিষ্ট ছড়াকার বিজনকান্তি বণিক- কে। সাংবাদিকতায় অবদান রাখায় সাপ্তাহিক শুরূক -শুরূক সাহিত্য মজলিশ পুরস্কার ও আজীবন সংবর্ধনা-২০২০ প্রদান করা হয় বিশিষ্ট সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী শুরূক সিনিয়র স্টাফ-রিপোটার মোঃ মিজানুর রহমান এবং মোঃ আরমান হোসেন শুরূক পাকুন্দিয়া প্রতিনিধি কে সাপ্তাহিক শুরূক -শুরূক সাহিত্য মজলিশ পুরস্কার ও আজীবন সংবর্ধনা-২০২০ প্রদান করা হয়। সাপ্তাহিক শুরূকের স্টাফ রিপোর্টারদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ এরফানুল হক, নাজমুল ইসলাম। মাওলানা আবুল খায়ের ছাইফুল্লাহর মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।