মোঃ শুভ
মুন্সীগঞ্জ (লৌহজং )প্রতিনিধি:
দেশের মধ্য অঞ্চল মুন্সীগঞ্জে পদ্মার পানি বিপদ-সীমার ৭৮ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে লৌহজং উপজেলার ভাগ্যকুল ইউনিয়নে।অতিরিক্ত পানি ও প্রচণ্ড স্রোতের কারণে দেখা দিয়েছে নদী ভাঙ্গন।
প্রায় ২৬ হাজার জনগণের বসবাস ভাগ্যকূল ইউনিয়নে।ইতিমধ্যে এই ইউনিয়নের প্রায় ৬ হাজার পরিবার পানি বন্দী হয়ে পরেছে।এই কারণে এই সব এলাকার হাজার হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছেন।তলিয়ে গেছে চলাচলের সকল রাস্তা ঘাট সহ বড় বড় মাছের খামার ও কৃষি ফসল।
গত ৪ জুলাই থেকে পদ্মার তীব্র স্রোতের কারনে নদী ভাঙ্গন দেখা দিয়েছে ভাগ্যকুল ইউনিয়নে।
তবে ইতিমধ্যে ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উদ্যোগে এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা সহ ঘরবাড়ি ও ফসলি জমি বাচাতে নদী ভাঙ্গন রোধে বস্তুা ভর্তি বালু,ইট,পাথর,বাঁশ ও ক্যালভার্ট পদ্মা তীরে ফেলছে স্থানীয় লোকজন।