মহামারী করোনাভাইরাস (কোভিড ১৯) এর প্রাদুর্ভাবের ফলে অসহায় মানুষের বাড়ী বাড়ী নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসছেন রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ। বৃহস্পতিবার (১৪ মে) বিকালে সরেজমিন গিয়ে বিষয়টি জানা গেছে।
এসময় কথা হয় সাভার আশুলিয়ার গৌরিপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক, রাজু গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি মোঃ রাজু আহমেদ এর সাথে। তিনি জানান করোনা সঙ্কটের শুরু থেকেই নিজেস্্ব অর্থায়নে সামাজিক দায়িত্বশীলতা থেকেই এই কাজ করে আসছেন তিনি।কোোন ধরণের প্রচারের কারণে তিনি এসব করছেন না কারণ জনপ্রতিনিধি হওয়া কিংবা নিছক আত্মম্ভরিতার জন্যও এই খাদ্য সহায়তা প্রদান করছেন না তিনি।
সরেজমিন আরও দেখা যায়, তিনি তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী যা তাঁর ভাষায় ‘উপহার’- এগুলোর প্যাকেট রেডি করে গৃহবন্দী, কর্মহীন ও খেটে খাওয়া অসহায় মানুষের জন্য সম্পুর্ণ নিজ অর্থায়নে নিজের জনবল দ্বারা সামাজিক দুরত্ব বজায় রেখে মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছেন।
এ ব্যপারে শিল্পপতি মোঃ রাজু আহমেদ গণমাধ্যমকর্মীদের জানান, আমি নিতান্তই একজন প্রচার বিমুখ মানুষ। সমগ্র বিশ্বের মানুষ যখন শক্তিশালী প্রাণঘাতী মহামারী করোনার তান্ডবে দিশেহারা, আমাদের আশেপাশের মানুষগুলো যখন কর্মহীন গৃহবন্দী হয়ে না খেয়ে দিন পার করছে, এই সময় মানুষ হিসাবে আমি আমার প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি আমিও আমার ব্যক্তিগত সামর্থ অনুযায়ী খাদ্য সামগ্রী উপহার হিসেবে অসহায় হতদরিদ্রদের পাশে দাঁড়াচ্ছি।
তিনি আরও জানান, ‘আমি প্রতিদিন নগদ অর্থসহ ৫ কেজি চাল, ২ কেজি আলু,১ কেজি পিঁয়াজ, ১কেজি লবণ, আধা কেজি তেল ইত্যাদি খাদ্য সামগ্রী উপহার নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে আমার আশেপাশের হতদরিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। তাঁর এই মানবিক কর্মকান্ড করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে বলেও জানান তিনি।