মো:আবদুস সালাম জয়
ঝিনাইদহ,কালিগঞ্জ।।
ঝিনাইদহ কালীগঞ্জে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। সোমবার দুুুুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিতে পরিষদের সভাকক্ষে অনুষ্টিত সভাতে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সহকারী কমিশনার (ভূমি) ভ’পালী সরকার, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।
সভাতে প্রধান অতিথি ঠান্ডু উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বলেন, মাদক নিয়ন্ত্রন সহ আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখতে জনপ্রতিনিধি সহ সকলকে বিশেষ ভ’মিকা রাখতে হবে।
অনুষ্ঠানের সভাপতি( ইউএন্ও) সুবর্ণা রানী সাহা বলেন, বর্তমানে বাল্য বিবাহ রোধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আইন শৃংখলার উন্নয়ন ও শহরে যানজট রোধ করতে পৌর মেয়রকে তার দপ্তর থেকে বাস্তব পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান।
এসময় পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, শহরের আড়পাড়াতে আলআমিন হত্যাকান্ডের ঘটনা নিয়ে সম্প্রতি আসামী পক্ষের হামলায় পুলিশ আহত হয়েছে,এ ঘটনায় থানাতে মামলাও হয়েছে। ওই মামলায় মুল আসামীরা বাদে নিরীহ কেউ যেন হয়রানীর শিকার না হয় এজন্য তিনি প্রশাসনের প্রতি আহব্বান জানান।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বলেন, গত নভেম্বর মাসের থেকে ডিসেম্বর মাসে মাদক মামলা বেশি হয়েছে। তিনি কালীগঞ্জকে মাদকমুক্ত করার প্রত্যায় ব্যাক্ত করে বলেন, কালীগঞ্জের মাদক সম্রাঞ্জী লাভলীকে তিনি মাদক সহ আটক করতে সক্ষম হয়েছেন। তিনি আইন শৃংখলা উন্নয়ন সহ ইভটিজিং ,বাল্য বিয়ে রোধে কঠোর ভ’মিকা রাখবেন বলে জানান।
সভাতে অন্নান্যর মধ্যে বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাশ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মোদাচ্ছের হোসেন, আয়ুব হোসেন, মহিবুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম ছানা, নাছির চৌধুরী, আবুল কালাম আজাদ ও ইলিয়াস রহমান মিঠু সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।