স্পোর্টস ডেস্ক।
লা লিগায় শনিবার লেভান্তের বিপক্ষে মাঠে নামে কাতালানরা।ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টা শুরু হয়।
ভ্যানু : স্টাডি ও সিওটেট দা ভেলেন্সিয়া ভ্যালেন্সিয়া স্পেন।এই ম্যাচে ধারাভার্ষকার ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
ম্যাচের শুরুতে একের পর এক আক্রমণ করতে থাকে কাতালানরা।ম্যাচের৩৮ মিনিটের মাথায় পেনাল্টি শুট থেকে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথম অর্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে পাল্টা আক্রমণ করে লেভান্তে ম্যাচের ৬১ মিনিটের মাথায় জোশি কাম্পানিলা লেভান্তের পক্ষে গোল করে ১-১ গোলে সমতায় ফিরিয়ে আনেন।আবারো ৬২মিনিটের মাথায় মাইওরাল দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেই। ৬৫ মিনিটের মাথায় পিকিউ পাওল করলে রেফারি তাকে হলুদ কার্ড । লেভান্তে একের পর এক আক্রমণ করতে থাকে।৬৮ মিনিটের মাথায় লেভান্তের পক্ষে রোদোজা গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নিয়ে যায়। ৭৩ মিনিটের মাথায় মেসি বল জালে জড়ালে অফসাইডের ফাঁদে পড়ে। ৮৫ মিনিটের মাথায় আনসো পাতি পাওল করলে রেফারি তাকে হলুদ কার্ড দেয়। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলের জয় পায় লেভান্তে।