ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী ফারুক হাসান তুহিনের গণসংযোগে প্রধানমন্ত্রীর উন্নয়নের চিত্রের লিফলেট বিতরণ

0
10

 

নিজস্ব প্রতিবেদক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা-১৯ আসনের রাজনৈতিক মাঠ এখনই জমেউঠেছে। তারই ধারাবাহিকতায় সাভার-আশুলিয়া থেকে আওয়ামী লীগের মনোনয়নের আশায় এবার মাঠে নেমেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হাসান তুহিন ।

রোববার(১৭ সেপ্টেম্বর) বিকালে শিল্পাঞ্চল আশুলিয়ার জিরানী বাজার থেকে শুরু করে শিমুলিয়ার গোহাইলবাড়ি পর্যন্ত কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে গণনসংযোগ করেছেন।

এসময় বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র সামনে থেকে গণসংযোগ শুরু করেন। জিরানী বাজার হয়ে টেঙ্গুরী, কলেজপাড় ও গোহাইলবাড়ি পর্যন্ত এ গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি আলহাজ্ব আব্দুল মান্নান কলেজের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী আমুল উন্নয়ন করেছেন। এই উন্নয়নের একটি তালিকা লিফলেটের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেন। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের চিত্র লিফলেট আকারে সাধারন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তিনি। হাজার হাজার নেতাকর্মী নিয়ে তিনি এই কর্মসূচী অব্যাহত রাখবেন বলেও জানান।

তিনি আরও বলেন, মাননীয়ন প্রধানমন্ত্রীর কাছে তিনি এ আসনে (ঢাকা-১৯) মনোনয়ন প্রত্যাশী। এছাড়া যদি অন্য কাউকে মনোনয়ন দেন তাহলে তার হয়েই নৌকাকে জয়ী করতে তিনি কাজ করবেন বলেও জানান।

গণসংযোগকালে এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারফ হোসেন মুসা, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন মধু, সিনিয়র সহ-সভাপতি আব্বাস পালোয়ান, সাংগঠনিক সম্পাদক মোতালেব প্রামানিক, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here