নালিতাবাড়ীতে অবৈধভাবে মাছ ধরায় ভ্রাম‍্যমান আদালতে জরিমানা।

0
6

আমিরুল ইসলাম,

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভ্রাম‍্যমান আদালতে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার দায়ে একজনকে জরিমানা ও জাল জব্দ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারি খালে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মৎস‍্য রক্ষা ও সংরক্ষণ আইন মোতাবেক ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট ও ইউএনও খৃষ্টফার হিমেল রিছিল।

ভ্রাম‍্যমান আদালত চলাকালে নিষিদ্ধ ঘোষিত আনুমানিক ১ হাজার মিটার চায়না দুয়ারি জাল (বক্স জাল) জব্দ করা হয়। এছাড়াও সেই জাল ব্যবহার করে মৎস‍্য শিকারের অপরাধে আছমদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা মৎস‍্য অফিসার এমদাদুল হক ও নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

এব‍্যাপারে নালিতাবাড়ীর ইউএনও খৃষ্টফার হিমেল রিছিল বলেন, মৎস রক্ষা ও সংরক্ষণ আইনে এধরনের অভিযান অব‍্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here