ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন। সভাপতি শামীম খান, সম্পাদক মাসুদ রানা।

0
43

 

মোঃ সিরাজুল ইসলাম (স্টাফ রিপোর্টার), ঢাকার অদূরে ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অবাধ সুষ্ঠু পরিবেশে অংশগ্রহণমূলক ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৯ ই সেপ্টেম্বর উপজেলার পৌর শহরে যাত্রা বাড়ি মাঠ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সকাল ১০ থেকে দুপুর ১টা প্রর্যন্ত উৎসব মুখোর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ধামরাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম হাসান, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মোঃ মিজানুর রহমান, এডভোকেট মোঃ আমিনুর রহমান।

নির্বাচনে বিজয়ী হয়েছেন সভাপতি হিসেবে মোঃ শামীম খান, সহ সভাপতি রঞ্জিত কুমার পাল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, অর্থসম্পাদক ফজলুর রহমান সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ মোশারফ হোসেন, কার্যকারী সদস্য মোঃ রবিউল করিম (বিপ্লব), ও মোঃ মিজানুর রহমান। এসময় নির্বাচনে ধামরাইয়ের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ পুলিশের উর্ধতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন।