বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ আশুলিয়া থানা ছাত্রলীগের

0
6

নিজস্ব প্রতিবেদকঃ ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আশুলিয়া থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১ টার দিকে আশুলিয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শতাধিক নেতাকর্মীরা এই শ্রদ্ধা জানান। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সেখানে বিভিন্ন স্লোগানও দেন নেতারা।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলামের উপস্থিতিতে আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি মোঃ ইয়াছির আরাফাত পাপ্পু ও সাধারণ সম্পাদক মোঃ তানভির হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা শাকিল শেখ সহ সকল ইউনিটের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন হোসেন ও মুরাদ হোসাইন অপু, ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ কাব্য, সাধারণ সম্পাদক মোঃ সালেহিনসহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here