ডেঙ্গুর হট জোন ঢাকার পরেই চট্টগ্রাম ও বরিশাল।

0
11

নিজস্ব প্রতিবেদকঃ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি ও উত্তরে পাঁচ এলাকা থেকে বেশি ডেঙ্গু রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন।

রোববার(২৩ জুলাই ) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরটির পরিচালক, মো. হাবিবুল আহসান তালুকদার।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটির যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, ধানমন্ডি ও বাসাবো থেকে ডেঙ্গু রোগী হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন। আর উত্তরের মধ্যে রয়েছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা।

তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬৮৫ জন। তার মধ্যে জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭০৭ জন।

এর মধ্যে ঢাকায় ১৮ হাজার ৮৮৫ এবং ঢাকার বাইরে ১১ হাজার ৮০০ জন। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here