মোঃ সিরাজুল ইসলাম
স্টাফ রিপোর্টার:
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নে ১৫ শতাধিক গাছের চারা রোপণের জন্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ই জুন)সকাল ১০ টার সময় সোমভাগ ইউনিয়ন পরিষদ থেকে দেশীয় ফলদ বৃক্ষ এই গাছের চারা বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ আওলাদ হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা (২০) আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী,
ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল মুত্তালিব, সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রফিক, ইউপি মেম্বার মোঃ শহিদুল্লাহ, নাসির হোসেন, আব্দুল মালেক, মোঃ জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন,প্রমুখ।