আমিরুল ইসলাম,
শেরপুর প্রতিনিধি :
“দ্যা ড্রিমার”, মানে যে স্বপ্ন দেখে। এমন ২৫ জন ড্রিমারকে নিয়ে বুধবার (১৪ জুন) শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শ্রীবরদী পৌরসভার তাতিহাটি গ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে “স্বপ্নসারথি দল” গঠন করা হয়েছে।
“স্বপ্নসারথি দল” গঠনকালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, পল্লী সমাজের বিভিন্ন সদস্যসহ অভিভাবকগণ।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, মেয়ে মানেই দূর্বল নয়, তোমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন আছে। কোনোভাবেই সেই স্বপ্নকে বাল্যবিবাহ এর মাধ্যমে বন্ধ হতে দেয়া যাবে না।
এছাড়া সভায় ব্র্যাকের পক্ষ হতে উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এসোসিয়েট অফিসার হামিরুল ইসলাম।
উক্ত সভায় স্বপ্নসারথি কি, সদস্য হওয়ার শর্ত, এর উদ্দেশ্য এবং সদস্যদের কাজ কি এসব বিষয় আলোচনা করা হয়।
শেষে “স্বপ্নসারথি দল” গঠন সভায় সকলের সম্মতিক্রমে আহবায়ক নির্বাচিত হয় সুমি আক্তার এবং সহ: আহবায়ক নির্বাচিত হয় সুলতানা আক্তার ও রিমু আক্তার।
নব নির্বাচিত কমিটি তাদের স্বপ্ন পুরনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।