মোঃ জুয়েল রানা,
তিতাস (কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ) বিকেলে উপজেলার গাজীপুরস্থ তিতাস ভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওসমান গনি ভূঁইয়া। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার৷
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম আহবায়ক ভিপি আক্তার সরকার, মাহাবুব আলম সরকার, মোঃ মোয়াজ্জেম হোসেন মুন্সি, জহিরুল ইসলাম যাদু মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু, হাজী মোঃ মকবুল হোসেন, আক্তার বেপারী, ডাঃ গোলাম মহিদ্দিন জিলানী, আমিরুল হক মানিক, রুবি ইসলাম, সালাম মেম্বার, মোঃ আক্তারুজ্জামান, সদস্য মনির হোসেন ভূঁইয়া, মো. জহিরুল ইসলাম, মকবুল হোসেন সরকার, সাংবাদিক কবির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ সহ যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।