আমিরুল ইসলাম
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে মার্সেলের সৌজন্যে ভেজালমুক্ত খাদ্য চাই রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ ( ১০ আগষ্ট ) বুধবার দুপুরে উপজেলা শহরের শাহীন স্কুল চত্বরে ভেজাল মুক্ত খাদ্যের সুফল ও খাদ্যে ভেজাল দেয়ার কুফল বিষয়ে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে ভেজালমুক্ত খাদ্য চাই সংগঠনের আয়োজনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মার্সেল ইলেক্ট্রনিক্স কোম্পানীর ডিলার মেসার্স রুনা ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী সামিউল হক।
বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।
অনুষ্ঠানে ছাত্রনেতা সাব্বির আহমেদ বাদশার উপস্থাপনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, শাহীন স্কুলের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী ও মার্সেল ব্র্যান্ডিং টিমের সদস্যগণ।