বগুড়ার শেরপুরে বজ্রপাত ও সড়ক দূর্ঘটনায় তিনজনের প্রাণহানি।

0
24
এ জেড হীরা 
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে সড়ক ও বজ্রপাতের  পৃথক দুটি দুর্ঘটনায়  তিনজনের  নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
 সংশ্লিষ্ট এলাকার স্হানীয় সুত্রে জানাযায়  ১৩ মে শুক্রবার ভোরে  উপজেলার সীমাবাড়ী-রাণীরহাট  আঞ্চলিক সড়ক দিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী নিয়ে  যাওয়ার পথে  জামনগর এলাকায়  চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পিছন থেকে অজ্ঞাত একটি যানবাহন  ঐ মোটরসাইকেলটি চাঁপা দিলে    ঘটনাস্থলেই  দুজনের মৃত্যু হয়।
 নিহত মোটর সাইকেল চালক উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের শরত আলীর ছেলে বেলাল হোসেন (৫২) ও যাত্রী উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে ফজর আলী খাজান(৪২)।
অপর দিকে একই দিন দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উচরং গ্ৰামের  আব্দুল মালেক এর পুত্র ভ্যান চালক আব্দুল লতিফ  (৪২  )  দিন মজুরীর  কাজ করতে প্রতিবেশীর ধান কাটতে যায়। ধান কাটার সময় হঠাৎ তার উপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।