আমিরুল ইসলাম,
শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে স্বপ্ন মিয়া (২৩) নামের এক যুবক ৪ ডিসেম্বর (শনিবার) সকালে ঘরের পাইরের সাথে রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্বপ্ন মিয়া বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর কান্দিগ্রামের আনিসুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,স্বপ্ন মিয়া রাজমিস্ত্রীর যোগালির কাজ করতো, মানসিক রোগে আক্রান্ত ছিল বলে পরিবার সূত্রে জানা যায়। আজ সকালে বাড়ির সবার অজান্তে ঘরের পাইরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সঠিক কারন উদঘাটন করা যায়নি।
সংবাদ পেয়ে শেরপুর সদর থানা অফিসার ইনচার্জ ওসি মনসুর আহাম্মদ ও উপ-পরিদর্শক এস আই সুরেশ রাজবংশী সঙ্গীয় ফোর্সসহ ঘটাস্থল পরিদর্শন করেন এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এব্যাপারে স্বপ্ন মিয়ার পিতা আনিসুর রহমান একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন বলে জানাগেছে।