এজেড হীরা
শেরপুর (বগুড়া ) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরের সীমাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ শুরু থেকে বিরাজ করলেও শেষ মুহুর্তে উৎসব মুখর নির্বাচনের জনপদে আওয়ামীলীগ মনোনীত দলীয় নৌকা প্রতিকের একটি অফিস দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়ার ঘটনার খবর পাওয়া গেছে। দলীয় প্রার্থীর নির্বাচন অফিসে পেট্রল ঢেলে পুড়িয়ে দেয়ার ঘটনায় ঐ এলাকায় আওয়ামীলীগ নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অন্য দিকে অগ্নিসংযোগের এঘটনায় নৌকা অফিসের পোষ্টার, কাপড়, পিভিসি প্যানা পুড়ে গেছে।
জানা যায়,সীমাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জননেতা গৌরদাস রায় চৌধুরীর ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের( সোবাহান মোড়)নামক স্থানে নৌকার নির্বাচনী অফিস স্হাপন করা হয়। গত ৬ নভেম্বর সন্ধ্যায় ওই অফিস থেকে তিনটি ভাগে বিভক্ত হয়ে কর্মীরা ভোটের প্রচানায় বের হন। পরবর্তী রাত সাড়ে বারোটায় ঐসব নেতাকর্মীরা পুনরায় অফিসে এসে একত্রিত হয়ে যে যার মতো নিজ নিজ বাড়ী ফিরে যান। রোববার সকালে সরেজমিনে গেলে ঐ অফিসের দায়িত্বে থাকা আওয়ামী লীগের গ্রাম কমিটির সভাপতি মওলা বকস সহ অসংখ্য নেতাকর্মী ও উপস্থিত সমর্থকরা জানান আমরা ২৪ জন নেতা কর্মী প্রচার কাজ সেরে রাত সাড়ে বারোটার দিকে যে যার মতো বাড়ী চলে যাই। রোববার ভোর ৫ টার দিকে ঘুম থেকে উঠে অফিস মুখে হেটে আসতে থাকি তাকিয়ে দেখি অফিস কেবা কারা পেট্রোল দিয়ে পোষ্টার প্যানা পুড়িয়ে দিয়েছে। পরে এঘটনা টি নেতাদের কে জানাই। এপ্রসঙ্গে সীমাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গৌরদাস রায় চৌধুরী দৈনিক বাংলার রূপকে বলেন,আমার অফিসে আগুন দেয়ার ঘটনার বিষয়টি শুনে ইউনিয়ন নেতা কর্মীদের নিয়ে সরেজমিনে যেয়ে দেখি পেট্রল দিয়ে অগ্নিসংযোগ করে পোড়ানো হয়েছে। এবিষয়ে তিনি আরো বলেন আসন্ন সীমাবাড়ী ইউনিয়নের নির্বাচনের পরিবেশ এখনো অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে। জালাও পোড়াও অপরাজনীতির মহল থেকে এসব করা হচ্ছে । নৌকার গনজোয়ারে ভীত হয়ে ঐ মহলটি নানা ভাবে ষড়যন্ত্রে নেমেছে। তিনি বলেন ষড়যন্ত্র করে নৌকার বিজয় ঠেকানো যাবেনা, তিনি এঘটনাটিকে ন্যাক্কার জনক অভিহিত করে ঐ অশুভ শক্তির অরাজকতা নৈরাজ্য জালাও পোড়াও পরিহাররের পথ ছেড়ে শান্তিপূর্ণ জনপদ গড়তে মানুষের কল্যানের কাজে সামিল হওয়ার পরামর্শ দেন।নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের খবর পেয়ে শেরপুর থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক আনন্দ কুমার রোববার সকাল সাড়ে নয় টারদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন । এঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।