আমিরুল ইসলাম ,
নালিতাবাড়ী (শেরপুর) :
আসন্ন ২৮ অক্টোবর ইউপি নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের টানা দুইবারের বর্তমান সফল ইউপি সদস্য এমদাদুল হক তানিম আসন্ন নন্নী ইউনিয়ন
পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মেম্বার প্রার্থী হিসেবে সকলের দোয়া, সহযোগীতা ও সর্মথন চেয়েছেন।
এজন্য তিনি এলাকার ভোটারদের সাথে শুভেচ্ছা উঠানবৈঠক,মতবিনিময় ও গণসংযোগ করে যাচ্ছেন।
নন্নী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভোটাররা জানান, উপজেলার ঐতিহ্যবাহী নন্নী ইউপির ৪ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। যা এর আগে কেউ করেনি।
এসবের মধ্যে রয়েছে গ্রামীণ রাস্তা-ঘাট সংস্কার ও নির্মাণ,কালভার্ট,করোনাকালীন সময়ে সরকারী নির্দেশনায় দরিদ্র অসহায় পরিবারের মাঝে
খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান, বিনামূল্যে বয়স্কভাতা, ভিজিডি কার্ড,বিধবাভাতা, পুষ্টিভাতা,প্রতিবন্ধী ভাতা,মাতৃকালীন ভাতা
প্রদান।
অপরদিকে,ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের মরহুম তোফাজ্জল হোসেনের ২য় সন্তান হিসেবে তানিম মেম্বার সব সময় নিজস্ব তহবিল থেকে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক সাহায্য সহযোগীতা করে চলেছেন।
তিনি চিকিৎসা পেশায় জড়িত থাকায় এলাকার অসহায়,গরীবদের মাঝে বিনামুল্যে ঔষধ ও চিকিৎসা দিয়েও সুনাম অর্জন করেন।
এছাড়া বর্তমান সরকারের গৃহীত উন্নয়নমুলক নানা পরিকল্পনায় দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহন করে সফল জনপ্রতিনিধি হিসেবে আস্থা অর্জন করেছেন।
তাই এলাকার ভোটাররা এবারও উন্নয়নের ধারা
অব্যাহত রাখতে সৎ, শিক্ষিত তরুন ও জনপ্রিয় হিসেবে তানিমকে তৃতীয় বারের মতো
নির্বাচিত করার প্রত্যাশা করছেন।
৪ নং ওয়ার্ডের নন্নী উত্তর বন গ্রামের ভোটার নুরুল আমিন,আঃ মান্নান ও তাজুরাবাদ গ্রামের আশ্রাবালী জানান, এমদাদুল হক তানিম হলেন সৎ,গরীবের মেম্বার। তিনি দুঃখী মানুষের কষ্ট বুঝেন তাকে আমরা সব সময় পাশে
পাই। সে এক নাগারে দুইবারের মেম্বার এবার হ্যাট্রিক করার সম্ভাবনাই বেশী। তাই তার মতো মানুষকেই আমরা আবারো বিপুল ভোটে
বিজয়ী করবো ।
গণসংযোগ কালে এ ব্যাপারে নন্নী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এমদাদুল হক তানিম বলেন,নন্নী ইউনিয়নের মধ্যে বিগত সময়ে আমি আমার ওয়ার্ডে সাধ্যমতো উন্নয়নের চেষ্টা করেছি। এরপরও কিছু অসমাপ্ত কাজ রয়েছে এসব কাজ সমাপ্ত ও জনগনের সেবা করতে আমি তৃতীয় বার সুযোগ চাই। জনগণই আমার মুল শক্তি তাই আমার বিগত দিনের কাজের মুল্যায়ন ভোটাররা করবেন বলে আশা করি।তিনি আরো জানান, আমাকে যদি ৪নং ওয়ার্ডবাসী পুণরায় নির্বাচিত করে হ্যাট্রিক করার সুযোগ দেয় তাহলে আমি সরকারঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন,
শান্তি শৃঙ্খলা রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন সহ উন্নয়নের মাধ্যমে আমার এলাকা মডেল করার চেষ্টা করব। পুনরায় জনসেবার জন্য আমি এলাকার ভোটারদের সার্বিক সহযোগীতা চাই জয়ের ব্যাপারে আশাবাদী ইনশাআল্লাহ ।