রাহাদ সুমন,
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
শুক্রবার (১৫অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা। বানারীপাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস এম গোলাম মাহমুদ রিপনের পিতা মো. রুহুল আমিন আকনের স্মরণসভা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ চলছিলো। অন্যদিকে প্রেসক্লাবের সামনে মাত্র ৫০ গজ দূরত্বে ১৭ বার কারাবরণকারী বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী কুমুদ বিহারী গুহ ঠাকুরতার প্রতিষ্ঠিত সার্বজনীন মন্দির অনুষ্ঠিত হচ্ছিল দেবী দুর্গা বিসর্জনের সিঁদুর খেলা। একই সময় সামনা সামনি দুই ধর্মের দুটি অনুষ্ঠান। অতিথির উপস্থিতি বেশী হওয়ায় এক পর্যায়ে প্রেসক্লাবের দোয়া-মিলাদের অনুষ্ঠানে চেয়ার সংকট দেখা দেয়। তখন বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ ও ওই মন্দিরের সভাপতি দেবাশীষ দাস মন্দির থেকে পূজারী ও ভক্তদের বসার চেয়ার মিলাদের অনুষ্ঠানে পাঠান। মন্দির থেকে দোয়া-মিলাদে এসে অংশ নেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল এবং উপজেলা ওয়াকার্সপার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডুসহ পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ। স্মরণসভা ও দোয়া-মিলাদ শেষে প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ সাংবাদিকনেতৃবৃন্দও মন্দিরের অনুষ্ঠান উপভোগ করতে যান। এ যেন এক সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এমন অসাম্প্রদায়িক সোনারবাংলাই দেখতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।