আব্দুস সালাম (জয়)
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ গান্না বাজার সড়কে শ্রমিক বোঝায় আলমসাদু ও বাস মুখোমুখি সংঘর্ষ হয়ে আহত হয়েছে ৮জন ও একজন মৃত্যু বরন করেছে।
আহতদের স্থানীয় লোকজনের সহায়তাই কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ব্যক্তি কোটচাঁদপুর থানার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের ফজলুর রহমান( ৫৫)।
ঘটনার খবর পেয়ে কালীগঞ্জের ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়। বেতায় চন্ডিপুর ফাড়ির পুলিশ জানান, ফায়ার সার্ভিসের একটি দল ফজলুর রহমানের লাশ পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেছে।
পুলিশের ঘটনা স্থানে পৌছানোর আগেই ঘাতক বাসটি স্থান ত্যাগ করে পালিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘাতক বাস গাড়িটি সনাক্ত করা সম্ভব হয়নি।