খোকন হাওলাদার,
বরিশাল প্রতিনিধিঃ
“মাছ চাষে গড়ব দেশ, বদলে দেবে বাংলাদেশ” এ শ্লোলগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালের গৌরনদীতে আজ সোমবার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ন্যাঢ্য র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন গৌরনদী নির্বাহী অফিসার জনাবঃ বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা মৎস্য অফিসার জনাবঃ মো. আরিফুল ইসলাম প্রিন্স সহকারী কমিশনার (ভূমি)।