মাসুদ রেজা,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে সাড়ে তিন কেজি গাঁজাসহ সাগর আলী (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ আগষ্ট) রাতে উপজেলার তালম ইউনিয়নের খোশালপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই জিন্নাত’র নেতৃত্বে ও এ এস আই জিয়াউর রহমান এবং সন্তোষের সহযোগীতায দলীয় ফোর্স নিয়ে ওই গ্রামের বাসিন্দা তাজমুল হোসেনের ছেলে সাগর আলীর নিজ বাড়ি থেকে গাজা সহ তাকে আটক করেন।
মামলায় সাগর আলীর পিতা তাজমুল হোসেনকে আসামী করা হয়েছে। তবে সে পলাতক রয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুল আজিজ যে দিন থেকে তাড়াশ থানাকে মাদক মুক্ত ঘোষনা করেছেন সেদিন থেকেই মাদক মুক্ত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদক কে না বলুন ও মাদক মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৯(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।