এলাহী শাহরিয়ার নাজিম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জুয়ার আসর থেকে ২৫ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ ২ জন মাদককারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের ইজলামারী গ্রামে মাদক নির্মূল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা, উপজেলার সদর ইউনিয়নের ইজলামারী গ্রামের মৃত হাছেন আলীর দুই ছেলে মোফেল উদ্দিন ওরফে মফু ডাকাত (৫৫) ও আইয়ুব আলী (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রৌমারী থানার এসআই লিটন মিয়া সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইজলামারী গ্রামের মফু মিয়ার বাড়িতে অভিযান চালায় । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর থেকে নয়জন পালিয়ে গেলেও ওই দুইজনকে আ্টক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের সঙ্গে থাকা ০২ সেট তাস ও ২৫ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, আটকৃতদের নামে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।