এ জেড হীরা
শেরপুর( বগুড়া ) প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষকলীগ বগুড়া জেলা শাখার সাবেক যুগ্মসাধারণ সম্পাদক দক্ষিণ বগুড়ার জনপ্রিয় কৃষকনেতা এস এম আজমের ১৯ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সীমাবাড়ি বগুড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশ কৃষকলীগ সীমাবাড়ী ইউনিয়ন শাখা এ দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষক লীগের সংগ্রামী সভাপতি মোঃ আলমগীর বাদশা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু,জেলা কৃষকলীগ নেতা খন্দকার মিজানুর রহমান মিজান বজলার রহমান বকুল। শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি এস এম আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা লিটন, সহ-সভাপতি কফিল উদ্দিন সীমাবাড়ি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমির আলী সীমাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান, শামীম, কামাল, যুবলীগ নেতা এনামুল হক সহ আওয়ামী পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী দোয়া মাহফিলে অংশ নেয়।
এ সময় শহীদ আজমের অতীতের রাজনৈতিক জীবন নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ মূলক আলোচনা করা হয় । বগুড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য ২০০২ সালে ২০ জুলাই শেরপুরের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী সীমাবাড়ী ইউনিয়নের বগুড়া বাজার বাসষ্ট্যান্ডের একটি মসজিদ সংলগ্ন মাদ্রাসার ভিতর এক সময়ের তুখোর ছাত্রলীগ নেতা পরবর্তী সময়ের বগুড়া জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষক নেতা এস এম আজম পবিত্র কোরআন শরিফ পড়া অবস্হায় বিএনপি সন্ত্রাসীরা কুপিয়ে নির্মম ভাবে তাকে হত্যা করে।