এ জেড হীরা
শেরপুর(বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনীর হাতে নিহত শেরপুরে ২৮ টি পরিবারের সদস্যদের মাঝে করোনা মহামারির দুর্যোগ কালীন সময়ে ব্যক্তিগত তহবিল হতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, লবন সাবান সহ ছিল অন্যান্য সামগ্রী।
শেরপুরের কুসুম্বী অঞ্চলের স্হানীয় বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহিদুল ইসলাম লালের উপস্হিতিতে এবং তার ব্যক্তিগত তহবিল হতে নিজ উদ্দোগে ৩০ জুলাই শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী দাখিল মাদ্রাসা মাঠে মুক্তিযুদ্ধে গনহত্যার শিকার এসকল ২৮টি মুক্তিযুদ্ধ পরিবারের মধ্যে
উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ ইকবাল হোসেন দুলাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুসুম্বী ইউনিয়ন পরিষদের সচিব মো. নজরুল ইসলাম, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, সমাজসেবক জাহিদুল ইসলাম লাল।