দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত কলেজ শিক্ষক।

0
8

আরিফুল হক তারেক

মুলাদী (বরিশাল) প্রতিনিধিঃ

দুই ডোজ টিকা নিয়েও স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন এক কলেজ শিক্ষক। গত মঙ্গলবার উপজেলার চরকালেখান আদর্শ কলেজের জীববিজ্ঞান প্রভাষক রিপন রায়ের করোনা শনাক্ত হয়। তিনি ফেব্রুয়ারি মাসে প্রথম ডোজ এবং এপ্রিল মাসে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছিলেন। রিপন রায় জানান, মুলাদী হাসপাতালে গত ১৮ ফেব্রুয়ারি করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। পরে ২২ এপ্রিল ২য় ডোজ নেন। ২/৩দিন আগে তাঁর জ্বর ও কাশি হওয়ায় তিনি মঙ্গলবার হাসপাতালে পরীক্ষা করান। তিনি করোনা পজেটিভ হওয়ায় তাঁর স্ত্রী মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝুমা সরকার এবং দুই মেয়ের নমুনা পরীক্ষা করান এবং তাদের করোনা ধরা পড়ে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান জানান, টিকা শতভাগ সুরক্ষা দেবে এমন নিশ্চয়তা দেওয়া হয়নি। করোনা টিকা গ্রহণের পরেও মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here