এজেড হীরাঃ
শেরপুর ( বগুড়া ) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে জমিতে হাল চাষ করতে গিয়ে বজ্রপাতে এক সাথে পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৭ জুলাই সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামে ঘটে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি । পিতা পুত্রের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার সরিষাবাদ গ্রামের সাদেক আলীর পুত্র কৃষক আব্দুস সামাদ (৪৫) ও তার পুত্র হাবিবুর রহমান (১৪) সরিষাবাদ দক্ষিণ মাঠে পাওয়ার টিলার দিয়ে নিজের জমিতে হালচাষ করতে যায়। হালচাষ করার সময় সকাল আনুমানিক ১০ টার দিকে হঠাৎ তাদের উপর বজ্রপাত বর্ষিত হয়। সেই বজ্রপাতে পিতাপুত্রের ঘটনাস্হলেই তাদের মৃত্যু ঘটে।
হাবিবুর রহমান উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে লেখাপড়া করতো বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে। সে তার পিতাকে হালচাষে সহযোগিতা করতে গিয়ে পিতার সাথে বজ্রপাতে প্রাণ হারায়।
বুড়াইল ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।