আবু নাইম
শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন, শেরপুর জেলা শাখার পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী (সেমাই, নুডলস, তেল,সাবান,চিনি) বিতরণ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু নাঈম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কমিটির সহ সভাপতি জাকির হোসেন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক শাহিন আলম,যুব ও ক্রিয়া সম্পাদক মনোয়ার হোসেন, সহ সম্পাদক আবু হানিফ, সম্মানিত সদস্য মোসলেম হোসেন ও এলাকার সেচ্ছাসেবীরা।
বিতরণের সময় জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু নাঈম বলেনঃ- গ্রামের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আমাদের এই সামান্য উপহার পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।
এবং পরিশেষে তিনি সমাজের ধনাঢ্য ব্যক্তিদেরকে অসহায়, দরিদ্রের পাশে থাকার আহ্বান জানান।