এ জেড হীরা
শেরপুর( বগুড়া )প্রতিনিধি:
সমৃদ্ধ জাতি,সুন্দর সমাজ, আর উন্নত দেশ বিনির্মানের ক্ষেত্রে বর্তমান যুবজন গোষ্ঠির ভুমিকায় প্রধান লক্ষ হতে হবে তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি। মেধা মননে আজকের যুবকরাই আগামীর জন্য হয়ে উঠতে পারে মাদক মুক্ত উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের একেকটি আইকন।
১৯ জুলাই সোমবার সকালে শেরপুরের ছোনকা বাজার জামে মসজিদের নীচ তলায় ” ছোনকা উজ্জল দীপ্ত তরুন স্বেচ্ছাসেবী সংগঠন” এর আত্মপ্রকাশ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেরপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ও প্রাণী সম্পদ কর্মকর্তা সমমান ডা, মোঃ রায়হান পি এএ আয়োজক ও উপস্থিত অংগ্রহন কারীদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য দেন ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি এম মোস্তফা, পুসাশ শেরপুরের সাধারণ সম্পাদক শওকত শামীম, প্রগতি ডিবোটিং ক্লাবের মডারেটর আসফাত আহম্মেদ আকাশ,পুসাশ উপদেষ্টা তাওহিদুল ইসলাম, সংগঠনের আহবায়ক এস এম মাহফুজ, প্রভাষক মীর আইয়ুব আলী,কৌশিক জ্জামান ইমন, ফয়সাল আবির, মীর শাহরিয়ার সজীব, রায়হান আকন্দ, আকাশ সরকার,মেহেদী হাসান, রাব্বী হোসেন, মোমিনুল ইসলাম, রাহি আকন্দ, সহ প্রমুখ। পরে প্রধান অতিথি ফিতা কেটে নতুন এ সংগঠনটির উদ্বোধন করেন।