এলাহী শাহরিয়ার নাজিম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থবিধি মেনে ঈদের নামাজ ও আনন্দ উল্লাস করার অনুরোধ জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ভোগে নয়, ত্যাগেই প্রকৃত আনন্দ পবিত্র ঈদুল আযহা এ শিক্ষা আমাদের দেয়। এ শিক্ষায় উদ্বূদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হোক সবাই। এই প্রত্যাশায় তিনি আরো বলেন, করোনা ভাইরাসের এ দুর্যোগপূর্ণ সময়ে আমরা ভিন্ন পরিস্থিতিতে ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছি। পবিত্র ঈদুল আযহা সকলের জীবনে নিয়ে আসুক খুশীর বার্তা। ঈদের খুশী ধনী গরীব সকলে মিলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ।
পরিশেষে তিনি বলেন, পবিত্র ঈদুল আযহার পবিত্রতা রক্ষাত্বে ও পরিবেশকে সুরক্ষা রাখার জন্য কোরবানীর বর্জ নিজ দায়িত্বে পরিস্কার করা জন্য জনগনের কাছে অনুরোধ করা গেল।