আবু নাঈম
শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরর শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে,ঘরবন্দী কর্মহীন দুস্ত অসহায় হতদরিদ্র ২৬৬ পরিবারের মাঝে সরকারের জিআর প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৫ শত টাকা করে বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ভেলুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ভেলুয়া ইউনিয়নের ট্যাগ অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন সাগর। এ সময় ভেলুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর,ইউপি সচিব, ইউপি সদস্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রা উপস্থিত ছিলেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন বলেন, ২৬৬ পরিবারের মাঝে পাঁচশত টাকা হারে ১লক্ষ ৩৩,হাজার ১ শত ৯২ টাকা বিতরণ করা হবে। তিনি আরো বলেন করোনাভাইরাস মধ্যেই আমাদের দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। করণা ভাইরাস থেকে বাঁচতে আমাদের সকলকে মাক্স ব্যবহার করতে হবে। সরকারের লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।