মাসুদ রেজা,
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ০২কেজি গাঁজাসহ ০২(দুই) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার জন্য মঙ্গলবার (০৬জুলাই) দিবাগত রাতে জেলা
পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে এসআই লিটন কুমার সাহা এবং তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সিরাজগঞ্জ সদর থানাধীন মুলিবাড়ি এলাকা হতে ০২(দুই) মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক আসামীরা হলেন – ১। মোঃ সানোয়ার হোসেন (২৪), পিতা-মৃত ওমর কাজী, আসামী ২। মোঃ আব্দুল মমিন শেখ (২৪), পিতা- মোঃ ইসমাইল সেখ, উভয় সাং- রতনকান্দি, থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের১০(ক) ধারায় মামলা দায়ের করতঃ বুধবার (০৭ জুলাই) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম সিরাজগঞ্জে যোগদানের পর হতে তাহার সার্বিক তত্ত্বাবধানে সিরাজগঞ্জ কে মাদক মুক্ত করার লক্ষ্যে অন্যান্য থানার ন্যায় সদর থানাতেও মাদক কারবারি এবং সেবনকারীদের সমূলে নির্মূল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।