আবু নাঈম
শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে পলিথিনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বদিউজ্জামান নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩ জুলাই) বিকেলে শহরের মধ্যবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে মধ্যবাজার এলাকায় বদিউজ্জামানের ডিমের দোকান থেকে নিষিদ্ধ ২শত কেজি বিভিন্ন সাইজের পলিথিন জব্দ করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সঞ্চিতা বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।