মৃদুল রায়
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি কাঁচা বাজারে ২৬ জুন শনিবার বিকালে গাজীপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। করোনা কালীন সময় লকডাউনে হোটেল খোলা রাখা, নোংরা পরিবেশে খাবার রান্না ও মজুদ করার দায়ে ভোক্তা অধিকার ২০০৯ আইনের ৫৩ দারা অভিযুক্ত হলে,হোটেল মালিক মোঃআব্দুস সালাম মুন্সিকে নগদ একলক্ষ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃমোস্তফা আব্দুল্লাহ আল নূর। এসময় আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানার পুলিশ ও আনসার ব্যটালিয়ান সদস্যবৃন্দ।
নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃমোস্তফা আব্দুল্লাহ আল নূর সাংবাদিকদের বলেন,হোটেলটিতে দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে খাবার রান্না ও মজুদ করা এবং টয়লেট ধোয়ামোছার কাজ একই জায়গায় ব্যবহার করছিলো।