মোঃজাহিদ
ঝালকাঠি সদর প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর থানার ১০নং নথুল্লাবাদ ইউনিয়ন এবং বিনয়কাঠি ও মগর ইউনিয়নের প্রায় ১৫ টি গ্রামের হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিদিন ঝালকাঠি ও বরিশাল যেতে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি ব্যাবহার করে।, তাছাড়া এ অঞ্চলের রোগাক্রান্ত মানুষ কিংবা মুমূর্ষু রোগীরও যাতায়াতের একমাত্র ভরসা এই সড়ক। সৈয়দা জামিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, ইউনিয়ন ভূমি অফিস, চাচৈর মাদ্রাসাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী
এছাড়া নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা ও জনসাধারণ কর্মস্থলে যেতে চরম ভোগান্তির শিকার হতে হয়। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ আর গর্ত হয়ে গেছে, কোন কোন স্থানে আবার পুরোপুরি দেবে গেছে যা বর্তমান বর্ষার মৌসুমে পানিতে তলিয়ে যায়। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত অটোরিকশা, টেম্পো, মোটরসাইকেল, রিক্সা, ভ্যান দুর্ঘটনার ঝুকি নিয়ে যাতায়াত করে।, তাতে জনগণের ভোগান্তির শেষ নেই। প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয় স্থানীয় মানুষদের। এমন ভোগান্তি থেকে দ্রুত পরিত্রাণের দাবী এ অঞ্চলের সকল জনসাধারণের।