আব্দুস সালাম (জয়)
ঝিনাইদহ কালীগঞ্জ:
ঝিনাইদহ কালীগঞ্জে রাখালগাছি ইউনিয়নে কুল্লাপাড়া হইতে মোল্লাকুয়া পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আনোয়ারুল আজিম আনার এমপি মহাদয়।
শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় কুল্লাপাড়া গ্রামে, কুল্লাপাড়া হইতে মোল্লাকুয়া পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত গণের কাছ থেকে জানতে পারি কুল্লাপাড়া হইতে মোল্লাকুয়া পর্যন্ত সড়ক টি চলাচলের জন্য খুবই খারাপ অবস্থায় ছিল, এই সড়কের উন্নয়নের কাজ শুরু হলে এই সড়কে যাতায়াতের ব্যবস্থা ভালো হবে বলে জানান।