নিজস্ব প্রতিবেদকঃ
আশুলিয়ায় ৪ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আব্দুর রহমান তালুকদার (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ জুন) দুপুরে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়। আটক আব্দুর রহমান বরিশালের গৌরনদি থানার বার্থী ইউনিয়নের মোবারক তালুকদারের ছেলে।
বিকেলে র্যাব-৪ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশুলিয়ার নবীনগর এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে কিছু বিক্রেতা ও ক্রেতা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আব্দুর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭২০ টাকা, একটি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএন রাকিব মাহমুদ খাঁন বলেন, আটক আব্দুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।