বাংলার রূপ ডেস্কঃ
জাতীয় সংসদে দেশের ১৫ তম অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল তৃতীয়বারের মতো ২০২১- ২২ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন।বৃহস্পতিবার (৩ জুন )বিকেল তিনটায় জাতীয় সংসদে দেশের ইতিহাসে ৫০ তম বাজেট ঘোষণা করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এসময় আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রী আব্দুর রাজ্জাক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আইনমন্ত্রী আনিসুল হক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান প্রমুখ।
২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার ৬ লক্ষ ৩হাজার৬৮১ কোটি টাকা যা দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এটি দেশের ৫০ তম বাজেট। আলোচিত এই বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লক্ষ ১১ হাজার ১৯১ কোটি টাকা,যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতি দাঁড়ায় ২ লক্ষ ১৪ হাজার ৬৮১কোটি টাকা।
২০২১-২২ বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা, যা জিডিপির ১১ দশমিক ৩৫ শতাংশ। চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ৩৬ হাজার ৯৭৩ কোটি টাকা বেশি।
চলতি অর্থবছরে এ আয়ের সংশোধিত লক্ষ্যমাত্রা হচ্ছে ৩ লাখ ৫৫ হাজার ৫১৭ কোটি টাকা। যদিও বাজেটে মূল লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮২ হাজার ১৩ কোটি টাকা। আয়ের মধ্যে রাজস্ব খাত থেকে আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা এবং বৈদেশিক অনুদান নেওয়া হবে ৩ হাজার ৪৯০ কোটি টাকা।