মোঃফোরকান হোসেন
নিজস্ব প্রতিনিধিঃ
মুলাদীতে একই পরিবারের ৩জনকে অজ্ঞান করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করেছে অজ্ঞানপার্টির সদস্যরা। মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোর রাতে সেহরীর সময় উপজেলার গাছুয়া ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামের হাবিবুর রহমান ওরফে পÐিত সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। পÐিত সিকদারের পুত্রবধু লাবনী আক্তার জানান মঙ্গলবার ভোররাতে সেহরীর খাওয়ার সময় ভাত, তরকারী ও পানির স্বাদ পরিবর্তন মনে হলে তিনি সেহরী খাওয়া বন্ধ করে শুধু পানি খান। কিন্তু সময় স্বল্পতার কারনে তার শ্বশুর ও শাশুড়ি দ্রæত খাওয়া শেষ করেন। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি ও তার শ্বশুর শাশুড়ি অজ্ঞান হয়ে পড়েন। সকালে উঠে তার কিছুটা জ্ঞান ফিরলে তিনি কাপড় চোপর ছড়ানো ছিটানো এবং আলমারি ভাঙ্গা দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে পÐিত সিকদার ও তার স্ত্রী হেনোরা বেগমকে মুলাদী হাসপাতালে ভর্তি করে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় অজ্ঞানপার্টির সদস্যরা ঘরের সব খাবারের সাথে ঘুমের ঔষধ কিংবা অজ্ঞান করার ঔষধ মিশিয়ে দিয়েছিলো। অজ্ঞানপার্টির সদস্যরা ওই ঘরে থাকা ৬ ভরি স্বর্ণাংলকার, নগদ ৪০ হাজার টাকা, ১টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান বিষয়টি আমার জানা নাই।