আব্দুস সালাম জয়
ঝিনাইদহ কালীগঞ্জ:
ঝিনাইদহ কালীগঞ্জ বারবাজার নামক স্থানে সড়ক দূর্ঘটনায় অমিত হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছে । নিহত অমিত হোসেন উপজেলার পিরোজপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে বারবাজার মেইন বাসস্টান্ডে মেটরসাইকেল ও কাভার ভ্যানের সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।
বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, নিহত অমিত হোসেন নিজ মোটরসাইকেলে বারবাজার পেট্রোল পাম্পে তেল আনার জন্য যাচ্ছিলো বাসস্টান্ডে পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলে অমিত নিহত হয়। ঘাতক কাভার ভ্যানটি বারবাজার হাইওয়ে থানা পুলিশ আটক করছে।