খোরশেদ আলম,
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়েতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে ছিনতাইকারীদের খপ্পরে পড়ে আহত হন এসিআই কোম্পানীর কভার ভ্যান চালক হাসান(৫০)। শুক্রবার দিবাগত ভোর রাতে শনিবার উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ফেনী থেকে এসিআই কম্পানীর মালবাহী একটি কভার ভ্যান (ঢাকা মেট্টো-ট ২২-২৬৩৬) নিয়ে সিরাজগঞ্জের যাওয়ার পথে গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ব্রিজের পাশে একটি মাটির ট্রাক রাস্তা বেরিকেড দিয়ে কভার ভ্যানের গতিরোধ করে ছিনতাইকারীরা। এসময় ৪-৫ ছিনতাইকারী কভার ভ্যানে উঠে চালক হাসানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সঙ্গে থাকা ১৮ হাজার টাকা,২ টি মোবাইল সেট নিয়ে যায়। পরে ওই কভার ভ্যানের হেলপার মামুন মোল্লা তাকে উদ্ধার করে আল রাফি হাসপাতালে নিয়ে যায়। আহত হাসান যশোর জেলার কোতয়ালী উপজেলার মৃত মৈনুদ্দিন খন্দকারের ছেলে। এছাড়াও একই রাস্তায় গত মঙ্গলবার (১৩এপ্রিল) রাত ১২ টার দিকে গোলাকান্দাইল আল-রাফি হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক ফারুক আহম্মেদ ফয়সাল হাসপাতালে এ্যাম্বুলেন্স পার্কিং করে