মোঃসোহান আহমেদ সানাউল
নিজস্ব প্রতিনিধিঃ
সাভারের রেডিও কলোনির সাহারা ফিলিং স্টেশনের বিরুদ্ধে তেল চুরির অভিযোগ,ও খোলা তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার ২ এপ্রিল সন্ধা ৭ টার দিকে এক ভুক্তভোগী এই অভিযোগ করেন।এ সময় তেল নিতে আসা সকলেই অভিযোগের তীর ছোরেন এই পাম্পের উপর।এর আগেও এই রকম ঘটনা ঘটেছে বলেও তারা জানান।
এ ব্যপারে ভুক্তভোগী আল আমিন জানান, আমি আমার মটরসাইকেলে সাহারা ফিলিং স্টেশন থেকে প্রতিদিন তেল নেই,তবে যে টাকার তেল নেই সে অনুযায়ী আমি মটরসাইকেলটির সঠিকভাবে মাইলেজ পাইনা।পরে আমার মটরসাইকেলটি মটরসাইকেল মেকানিককে দেখানোর পরে বলেন গাড়ির কোনো সমস্যা নেই।তখন আমার তেল নেয়ার স্থানটির প্রতি সন্দেহ হয়।পরে আমার গাড়িটি বাহিরে রেখে তেল আনার জন্য পাম্পে যাই এবং এক লিটারের একটা পানির বোতলে আমি এক লিটার তেল চাইলে সে পাম্পের মিটারে ৯০ টাকা সেটিং করে তেল দেয়া শুরু করে।কিন্তু বোতলে এক লিটার তেলের জায়গাই সর্বোচ্চ ৭০০ মিলি লিটার তেল বের হয়।তাহলে প্রতি লিটারে প্রায় ২০০ মিলি লিটার তেল চুরি করে এই চোরা প্রতিষ্টান সাহারা ফিলিং স্টেশন।এসময় তেল নিতে আসা অন্য মটরসাইকেলের লোকজন ঘটনা নিয়ে তোলপাড় শুরু করলে মেশিন টি বন্ধ করে দেয় কতৃপক্ষ।
এ ব্যাপারে সাহারা ফিলিং স্টেশনের ক্যাশিয়ারের কাছে বিষয়টি জানতে চাইলে,সে এই প্রতিনিধিকে কিছু না বলেই ক্যামেরার কাছ থেকে সরে যায়,ও ছবি তুলতে নিষেধ করে।পরে ক্যামেরা বন্ধ করে দিলে কতৃপক্ষের কয়েকজন লোক এসে মেশিনের সমস্যা হয়েছে বলে দাবি করেন।তারা বলেন কারেন্টের জিনিস সমস্যা হতেই পারে অভিযোগ পাইছি আমরা ইঞ্জিনিয়ার ডেকে এখনি ঠিক করে ফেলব।

উল্লেখ্য যে,এ ব্যাপারে জরুরী যোগাযোগের জন্য ৯৯৯ কল করে বিষয়টি জানালে তারা ঘটনাটি ভোক্তা অধিকারের হট লাইন ১৬১২১ কল করে জানাতে বলেন।পরে ভোক্তা অধিকার হট লাইনে কল করলে কথা শেষ করার আগেই কল ড্রপ করে লাইনটি কেটে যায়।