মোঃআরিফুল হক তারেক
মুলাদী,বরিশাল প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুলাদীতে উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন সুমন রাড়ীর আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টায় উপজেলা যুবলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগ কার্যালয়ে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মহিউদ্দীন আহমেদ মোশাররফ। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শিহাব উদ্দীন রাড়ী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক রাড়ী, আ’লীগ নেতা লিটন সিকদার, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আবু বকর মুন্সী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, মুলাদী পৌরসভার সাবেক কাউন্সিলর ফিরোজ রাড়ী, উপজেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ, ছাত্রলীগ নেতা রাজু মাতুব্বর, যুবলীগ নেতা জাকির হোসেন গাজী, নবীন মল্লিক, আবু বকর সিদ্দিক অভিসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ। রাড়ী বাড়ি বাইতুত তাকওয়া জামে মসজিদের খতিব মাও. হাফেজ সালাহউদ্দীনের পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের কালো রাতে নিহতদের আত্যার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।