এ্যাড.জয়নুল আবেদিন
জজকোর্ট প্রতিনিধিঃ
র্যাব এর দায়ের করা সরকারী কর্তব্য কাজে বাধা দেওয়ার মামলায় সুর্প্রীম কোর্ট ও ঢাকা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট ইব্রাহীম খলিল জামিন প্রাপ্ত হয়েছেন। আজ ১৪ মার্চ দুপুরে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ জামিন মন্জুর করেন।
আসামীপক্ষে জামিন শুনানীতে অংশ নেন সুর্প্রীম কোর্ট বারের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এড. মাসুদ আহমেদ তালুকদার, এড. মোসলেহ উদ্দিন জসিম, এড, ওমর ফারুক ফারুকী ও ঢাকা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী সহ প্রায় ৫০০ শতাধিক আইনজীবি।
উল্লেখ্য যে এডভোকেট ইব্রাহীম খলিল কে গত বুধবার সন্ধ্যার সময় সুর্প্রীম কোর্ট এলাকা থেকে র্যাব পরিচয় একদল লোক তুলে নিয়ে যায় এবং রাতভর অমানুষিক নির্যাতনের পর বৃস্পতিবার তাকে চকবাজার থানায় সোপর্দ করে। সরকারী কর্তব্য বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে।