মোঃ সোহান আহমেদ
নিজস্ব প্রতিবেদকঃ
যান্ত্রিক ত্রুটির কারণে সাভারে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লেগে পুড়ে গেছে। সোমবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী সড়কে সাভার নিউমার্কেটের উত্তর পাশে সরনিকা আবাসিক সড়কের সামনে আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে একটি চলন্ত প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে যায়।সাথে সাথেই প্রাইভেট কার থেকে চালক ও যাত্রী নিরাপদে বের হয়ে আসেন। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে যায় প্রাইভেটকারটি। এই ঘটনায় কোন হতাহত না হলেও ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে সৃষ্টি হয় তিব্র যানটজের।
ফায়ার সার্ভিসের প্রাথমিকভাবে ধারণা, এসির কমপ্রেসার ওভার হিট হয়ে প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়। এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম জানান, দুর্ঘটনার আধাঘণ্টার মধ্যেই ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে বর্তমানে যানচলাচল স্বাভাবিক হয়।