এ্যাডভোকেট জয়নুল আবেদিন
ঢাকা জজকোর্ট প্রতিনিধিঃ
দীর্ঘ প্রচারণা শেষে আগামীকাল ২৪ তারিখ ও পরদিন ২৫ তারিখ অনুষ্ঠিত হবে বহুকাঙ্খীত ঢাকা আইনজীবি সমিতির ২১-২২ এর নির্বাচনের ভোট গ্রহণ। ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। নির্বাচনে ২ টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করিতেছে। জসিম – হযরত আলীর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম মনোনীত নীল প্যানেল ও বাতেন – মন্টুর নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ মনোনীত সাদা প্যানেল। সকাল ৯.০০ টায় শুরু হয়ে দুপুরে ১ ঘন্টা বিরতি দিয়ে ২ দিন ব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় ২৫০০০ আইনজীবি নির্বাচনে তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।
জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম মনোনীত নীল প্যানেলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি- মোসলেহ উদ্দিন জসিম ব্যালট-২
সি, সহ সভাপতি- কামাল উদ্দিন ” -১
সহ সভাপতি – আনিছুর রহমান। ” -১
সাঃ সম্পাদক – খন্দকার হযরত আলী ” -১
ট্রেজারার -আবদুর রশিদ মোল্লা ” -১
সি.সহ সাঃ সম্পাদক- এ কে আজাদ। ” -২
সহ সাঃ সম্পাদক – আনিছুজ্জামান ” – ১
লাইব্রেরী সম্পাদক – রফিকুল ইসলাম ” -১
সাংস্কৃতিক ” – হাবিবা কাদের মিলি ” -১
অফিস ” – নার্গিস পারভীন এলিজা ” -২
ক্রীড়া ” – নাসির উদ্দিন ” -১
সমাজ কল্যাণ ” – মিজানুর রহমান ” -১
এছাডাও ১১টি সদস্য পদে ১১জন প্রর্থী রয়েছে।
অপর দিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ মনোনীত
সভাপতি – আবদুল বাতেন ব্যালট নং – ১
সি.সহ সভাপতি – দেলোয়ার হোসেন ” -২
সহ সভাপতি – শ্রী প্রাণ নাথ। ” -২
সাঃ সম্পাদক – ফিরোজুর রহমান ” -২ ট্রেজারার – আরিফুল ইসলাম ” -২
সি. সহ সাঃ সম্পাদক সালাউদ্দিন ” -১
সহ সাঃ সম্পাদক – মনিরুজ্জামান ” -২
লাইব্রেরী ” – শারমীন সুলতানা ” -২
সাংস্কৃতিক ” – শায়লা পারভীন ” -২
অফিস ” – জাকির হোসেন ” -১
ক্রীডা ” – রফিকুল ইসলাম ” -২
সমাজ কল্যাণ – ইমরুল কায়েস ” -২
এছাডাও সদস্য পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করিতেছে।