রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রৌমারীতে ভটভটির চাকায় পিষ্ট হয়ে সালেহা বেগম(৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার ( ফেব্রæয়ারি) বিকালে উপজেলার রৌমারী-ঢাকা মহাসড়কের কর্তিমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম উপজেলার সদর ইউনিয়নের বড় মাদারটিলা এলাকার আব্দুল কাদেরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে ওই বৃদ্ধা বোরাক গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। বোরাকটি হঠাৎ মোচড় ঘোরালে সড়কে ছিটকে পড়েন ওই বৃদ্ধা। এ সময় বিপরিত দিক থেকে দ্রæত গতিতে আসা ভটভটির চাকায় পিষ্ট হন তিনি। পরে আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেন স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকৎিসার জন্য অন্যত্র স্থানান্তর করেন চিকিৎসক। পরে রাত সাড়ে ৯টার দিকে ওই বৃদ্ধার মৃত্যু হয় ।
রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর কোমড়ের হাড় ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক তাকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, বিষয়টি তার জানা নেই।