তৌহিদুল ইসলাম সরকার
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনে ময়মনসিংহের নান্দাইলে আগামী ২৮শে ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় বারের মত আবারও মেয়র পদে নৌকার মনোনয়ন পেলেন নান্দাইল পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র রফিক উদ্দিন ভূইয়া।
অন্যদিকে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল।
৩০ শে জানুয়ারি (শনিবার) দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার জন-প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধান-মন্ত্রী শেখ হাসিনার সভা-পতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
নান্দাইল পৌর সভার মেয়র পদে প্রার্থী হিসেবে রফিক উদ্দিন ভূইয়ার নাম ঘোষণা করেন।
এ নিয়ে তিনি ৫ বার পৌর সভার নির্বাচনে অংশ নিচ্ছেন।
এ বিষয়ে বর্তমান পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও আমাকে নৌকার মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এদিকে শনিবার বিএনপি’র কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের দলীয় প্যাডে লিখিত এক প্রেসবিজ্ঞপ্তিতে নান্দাইল পৌরসভা নির্বাচনে এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
রোববার অত্র মনোনয়ন প্রার্থীর কাছে হস্তান্তর করা হবে,তাকে পুনরায় বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেওয়ায়-
নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।