পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগন্জ সদরে নোওঁগা অবস্থিত নেহাল গ্রীন পার্ক। এখানে প্রতিদিন ছোট, বড়, বৃদ্ধ সবাই আশে বিনোদনের জন্য। বাবা মায়ের হাত দরে ছোট ছোট শিশুরা আসে খেলা করতে।কিন্তু এখানে বিনোদনে নামে চলে অশ্লীলতা। উঠতি বয়সের যুবক যুবতীরা স্কুল কলেজের নাম করে এই পার্কে এসে বেহায়া, বেহায়াপনা কাজ করে আসছে। যার ফলে আজ সৃষ্টি হচ্ছে দর্শন। ভালবাসার নামে চলে অশ্লীলতা। প্রতিদিন প্রায় শতেকেরও বেশি যুবক যুবতীরা এসে আড্ডা জমায়। তা নিয়ে পার্কের কতৃপক্ষের নেই কোন মাথা ব্যাথা। আনসার গার্ডদের সামনে চলে অশ্লীলতা স্বল্পবসনা কাজ।
” তরুণ প্রজন্মের মাঝে তৈরি হচ্ছে সামাজিক অবক্ষয়”। পিতা মাথাদের নেই কোন চিন্তা, তাদের সন্তান স্কুলে যাচ্ছে নাকি পার্কে ভালবাসার নামে নোংরামি করে যাচ্ছে।
গাছের নিছে তাকালেই দেখা যায় কবুতরের জোড়ার মত বসে তাকা মানুষ নামের কুকুর গুলো।” কিশোরগঞ্জের নেহাল গ্রীন পার্কে, বিনোদনের নামে চলছে অশ্লীলতা।